নবদ্বীপে সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে শুরু হলো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা

Read Time:2 Minute

করোনা কালে পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স পরিষেবা এই অভিযোগ উঠেছে বার বার। সংক্রমণের ভয়ে রুগী নিতে অস্বীকার করেছে অ্যাম্বুলেন্স মালিক থেকে চালক । সেই কথা মাথায় রেখে নবদ্বীপে শুরু হলো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা সামাজিক সংগঠন ‘হিউম্যানিটি পরিবার’এর উদ্যোগে।

এই টোটো অ্যাম্বুলেন্সে মজুত আছে অক্সিজেনের ক্যান সহ পি পি ই কিট এবং অন্যান্য জরুরি পরিষেবার জিনিস পত্র। এই সংগঠনের পরিবারেরই একজন সদস্য এই টোটো গাড়িটি দান করেন এবং সেটিকে অ্যাম্বুলেন্সে রুপ দিতে খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা মতো ।ঐ সংগঠনের এক সদস্য জানান অ্যাম্বুলেন্সটি বিশেষত রাত্রি বেলায় ১০ টার পর থেকে সকাল ৬ টা পর্যন্ত পাওয়া যাবে । দিনের বেলাতে মিলবে এই পরিষেবা। এই পরিষেবার জন্য কোনো রকম টাকা নেবেনা ঐ সংগঠন।

তারা আরও জানান, বর্তমান কোভিড পরিস্থিতির জন্য শুরু হলেও সারা বছর নবদ্বীপ বাসীর কাছে পরিষেবা দিতে পারে সেই লক্ষ্যেই এগোচ্ছে এই সংগঠন ।সব মিলিয়ে এই কঠিন পরিস্থিতিতে যেখানে অনেক সময় সরকারের বিরুদ্ধেও নাগরিকের সঠিক পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে, সে সময় নবদ্বীপের সামাজিক সংগঠন এর এ হেন উদ্যোগে খুশি সকলে। তারা প্রমান করে দিল ” মানুষ মানুষের জন্য”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *