
ফিরছে ঐতিহ্যের ডবল ডেকার বাস, কলকাতায় কবে আসবে এই সুবিধা
24Hrs Tv ওয়েব ডেস্ক জুলি সাউ: বারও ফিরতে চলেছে ঐতিহ্যের ডবল ডেকার বাস। তবে শুধু একটি বা দুটি শহরে নয়। ভারতের বহু শহরে আসছে ১৯৩৭ সালের ডবল ডেকার। ১৯৩৭ সাল থেকে মুম্বইতে চলত ডবল ডেকার। আর সেই লাল ডবল ডেকার আজও মুম্বইয়ের পরিচিতি। তবে রাস্তায় তীব্র যানজট পাশাপাশি চালানোর জন্য জ্বালানির খরচ বেশি সহ নানা কারণে ধিরে ধিরে বহু শহর থেকে উঠে যেতে থাকে এই ডবল ডেকার বাস। কিন্তু দোতলা বাস শহর থেকে উঠে যেতেই তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন নেটিজেনরা। প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনাও করেন অনেকে। তারপরেই ওঠে ফের ডবল ডেকার ফেরানোর দাবি।

নেটিজেনদের ডাকে সারা দিয়ে ঐতিহ্যের দোতলা বাস ফিরতে চলেছে আমেদাবাদ ও বেঙ্গালুরুতে। তবে সেগুলি ডিজেল চালিত নয়। নতুন রূপে ই-বাস হিসেবে এই দুই শহরে স্বমহিমায় রাস্তায় নামবে ডবল ডেকার। তার তাতে উৎসাহিত অন্যান্য মেট্রো শহরের একাধিক পরিবহণ নিগম। বর্তমানে হায়দরাবাদ ৬টি ডবল ডেকার বাস রয়েছে। আরও ২৫টি ডবল ডেকার বাসের অর্ডার দেওয়া হয়েছে ইতিমধ্যেই। মুম্বইতে ৯০০ ই ডবল ডেকার বাসের অর্ডার দেওয়া হয়েছে। বেঙ্গালুরু মেট্রোপলিটান ট্রান্সপোর্ট কর্পোরেশনের এমডি সত্যবাথী জি জানিয়েছেন, ১০টি ই ডবল ডেকার বাস আনার ব্যাপারে পরিকল্পনা নিয়েছেন তারা। তবে এই মুহুর্তে কলকাতায় দোতলা বাস চলার কোনোরকম ঘোষনা করা হয়নি। তবে দ্রুতই যাতে কলকাতায় ডবল ডেকার বাস চালু করা যায় সেই আশায় কলকাতাবাসী।