
ট্রেলার মুক্তি সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’
আট থেকে আশিকে আকর্ষণ করতে আসতে চলেছে সোনাদা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার। এই ছবিতে ফুটে উঠবে গুপ্তধনের রহস্যভেদ। এই ছবি ছোটদের কথা ভেবেই তৈরি হয়েছে। এই ছবি নিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়, সোনাদা ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে। তিনি জানিয়েছিলেন, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তাঁর। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’এ ফের দেখা যেতে চলেছে আবির, ইশা, অর্জুনকে। এই প্রথম সোনাদা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সৌরভ দাস। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। তাই আগামী ৩০ তারিখ সোনাদার অপেক্ষায় রয়েছেন সোনাদা অনুরাগীরা।