শিক্ষানিবেশ পদে রেলে নিয়োগ, কীভাবে করবেন ফ্রম ফিলাপ ?

24Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : দক্ষিণ রেলওয়েতে পদের নিয়োগ শুরু হল। শুরু হয়ে গিয়েছে এই বিজ্ঞপ্তি। ২৯ জানুয়ারি থেকে চালু হয়েছে এই বিজ্ঞপ্তি। এই পদে নিয়োগ করতে হলে আপনারা সময় পাবেন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই পদে ২৮৬০ টি নিয়োগ হবে। আপনারা যদি আবেদন করতে চান তবে অনলাইনের মাধ্যমে এই পক্রিয়া কার্যকর হবে। ১৫ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। বিভিন্ন রকম পদে নিয়োগ করা হবে। ২৪ বছর বয়সের বেশি আবেদন করতে পারবেন না।

আবেদন করতে হলে অবশ্যই ক্লাস টেন পাশ করতে হবে। অন্তত ৫০ শতাংশ নম্বর পেতে হবে। প্রাথিরা যে বিষয়ে কোর্স করছেন,সেই বিষয়ে আবেদন করতে পারবেন। যারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য আবেদন মাত্র১০০ টাকা। তবে, আবেদনের জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে এই পক্রিয়া সম্ভব হবে। কী ভাবে করবেন ? অনেকেই ভাবছেন কি করে ফ্রম ফিলাপ করবেন, কোন সাইটে গিয়ে আবেদন করবেন জেনে নিন।

দক্ষিণ রেলওয়ে অফিসিয়ালি ওয়েব সাইটে জাবেন। সেখানে যাবার পর দক্ষিণ রেলওয়ে শিক্ষানিবেশ নিয়োগের পাতায় যাবেন। এরপর নিজের তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে নিজের ফ্রমটি ভরাট করুন। এরপরে কোন পদে আপনি নিয়োগ করবেন সেই অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে। তারপর আপনার সমস্ত তথ্য যা যা আপনি ফিলআপ করেছেন একবার যাচাই করে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *