
দক্ষিণেশ্বরে বাস টার্মিনাসের পরিদর্শনে পরিবহনমন্ত্রী ও মদন মিত্র !
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : দক্ষিণেশ্বর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনস্থল । এখানে ভিন রাজ্য থেকে অসংখ্য পুণ্যার্থী পুজো দিতে আসেন। তবে যাতায়াতের সুবিধার জন্য মেট্রো স্টেশন , রেলস্টেশন রয়েছে। এছাড়াও তৈরি করা হয়েছে স্কাইওয়াক। তৃণমূল বিধায়ক মদন মিত্র জানালেন এবার দক্ষিণেশ্বরে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস । এছাড়াও রাজ্যের পরিবহণমন্ত্রী জানিয়েছেন , এই বিষয়টি আপাতত পরিকল্পনার স্তরে রয়েছে । দক্ষিণেশ্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা অনায়াসে বাসে চড়ে আসতে পারবেন নতুন বাস টার্মিনাস হলে । দক্ষিণেশ্বরে রেল স্টেশন রয়েছে আর তারই পাশে মেট্রো স্টেশন , বাসস্টপও রয়েছে । কিন্তু এখানে এখনও কোনও বাস টার্মিনাস নেই । তাই পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবেই আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস তৈরি হতে চলেছে ।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র দক্ষিণেশ্বর ঘুরে দেখেন । সেখানেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে বাস টার্মিনাস তৈরির কথা মদন মিত্র জানালেন ।’ পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘একটা বাস টার্মিনাসের ভাবনা রয়েছে। তবে এখনই সেটা সম্ভব নয়। এটার জন্য সময় লাগে। আমরা জায়গা দেখছি। পরিকল্পনা রয়েছে।’মদন মিত্র বলেন, ‘অনেক দিন ধরেই এখানে একটা বাস টার্মিনাসের কথা ভাবা হয়েছে। যেখান থেকে প্রতি ৫-১০ মিনিট অন্তর বাস ছাড়বে ।
কলকাতার কথা মাথার রেখেই বাস এই টার্মিনাসের কাজ হচ্ছে । পরিবহন ব্যবস্থা আরও ভাল করতে সিগন্যাল ব্যবস্থাও উন্নত করার পদক্ষেপ নেওয়া হয়েছে । দুর্ঘটনা কমাতে, এবার কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় জেব্রা ক্রসিংয়ে লাগানো হচ্ছে বিশেষ আলো। পোশাকি নাম, ‘সিগন্যাল অন সারফেস’। এলইডি স্ট্রিপে রয়েছে সিগন্যাল । হেয়ার স্ট্রিট ও কাউন্সিল হাউস স্ট্রিট । রাস্তা থেকেও ব্লিঙ্ক করবে সিগনাল । পার্কস্ট্রিট ও জওহরলাল নেহেরু রোড ক্রসিং-এ লাগানো হয়েছে এই বিশেষ এলিডি স্ট্রিপ। কিছুদিনের মধ্যেই এই এলইডি স্ট্রিপ , কলকাতা ট্রাফিক পুলিশের পাইলট প্রোজেক্ট হিসেবে রাসেল স্ট্রিট, রবীন্দ্র সদন ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে ।
সূত্রের খবর , কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি-র মন্তব্য , দুর্ঘটনা কমানোই তাঁদের লক্ষ্য। পরীক্ষামূলকভাবে এই আলোর সুফল পাওয়া গেলে আগামীতে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তাতেই লাগানো হবে এই এলইডি স্ট্রিপ। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে বাস টার্মিনাসের জায়গার খোঁজ। আন্তর্জাতিক বাস টার্মিনাসের তৈরি জন্য প্রয়োজন অনেক বড় জায়গার । পরিকল্পনা রয়েছে যে তৈরি করা হবে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল। এই খবরে পুণ্যার্থীরা খুবই খুশি । দক্ষিণেশ্বর থেকে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা অনায়াসে বাসে চেপে দক্ষিণেশ্বরে যাতায়াত করতে পারবেন।