‘তৃণমূলের গোষ্ঠিদ্বন্ধে খুন’! জয়নগর নিয়ে তৃণমূল’কে একযোগে আক্রমণ কংগ্রেস সিপিআইএম’র

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশমি খাতুন : খুন হয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা সইফুদ্দিন লস্কর। খুনের সন্দেহে ‘নিহত’ সাহাবুদ্দিন লস্কর নাকি তৃণমূল’ ই করতেন দাবি নিহত সাহাবুদ্দিনের পরিবার। এই নিয়ে তৃণমূল’কে তীব্র আক্রমণ কংগ্রেস সিপিআইএম’র। মহম্মদ সেলিমের বক্তব্য ‘ অপরাধ সরকার করছে,আর সিপিআইএমের উপর দোষ চাপাচ্ছে।” এই নিয়ে কার্যত মুখ খুলেছেন কংগ্রেস, অধীর রঞ্জন বলেন ‘এই খুনে জড়িত তৃণমূল’। অন্য়দিকে শাসক দল দোষ চাপাচ্ছে সিপিআইএম এর উপর। শওকত মোল্লা বলেন যে তাঁকে বিরোধী দলের থেকে হুমকি দেওয়া হচ্ছে। সরাসরি কটাক্ষ করেন সিপিআইএম’কে। এই খুনের তদন্তে নেমেছে পুলিশ। প্রশ্ন উঠছে যে এই খুনের নেপথ্যে কে বা কারা? আর এই খুন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এত কাদা ছোঁড়াছুড়ি কেন?

ভয়ানক নৃশংস কান্ডের সাক্ষী থাকল জয়নগর। স্থানীয়দের চোখমুখে ভয়ের ছাপ , চাতকপাখীর মত অপেক্ষা করছে কবে মিলবে সমাধান। প্রশাসনের উপর আস্থা রাখলেই কি তাঁদের এই কালো দিন দূর করা যাবে ? এমন নানা ধন্দে রয়েছে স্থানীয়’রা। অনেকের চালচুলো নেই,পেটে খিদে, কারোর পরিজন নিঁখোজ। খুনের বদলে খুন, আগুন, লুটপাট। সবমিলিয়ে এক ভয়ানক পরিস্থিতির সাক্ষী এখন জয়নগর। কতক্ষনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও অবধি কেউ জানে না।

অন্যদিকে এই খুনে জড়িত বাকী আততায়ীরা নিঁখোজ। এখনও অবধি অধরা তাঁরা। পুলিশ কতটা তৎপর তা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্তে যা উঠে এসছিল তৃণমূল নেতাকে খুনের জন্য ১ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল তা কে দিয়েছিল ? গুলি’ই বা কে চালিয়েছিল? আসলে কার নির্দেশেই এই খুন ? তা এখনও অবধি জানা যায় নি। তবে তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর খুনের তিন থেকে চারদিন আগেই আততায়ীরা নিহত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়ির আশেপাশে আশ্রয় নিয়েছিল। পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল বলে তদন্তে উঠে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *