”মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করুন,আমি সব ব্য়বস্থা করে দেবো’ তড়িঘড়ি বার্তা সুকান্তের

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : জব কার্ড হোল্ডারদের নিয়ে টাকা আদায়ের দাবীতে দিল্লির বুকে পাড়ি দিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্য়ায় সহ তৃণমূল নেতৃত্ব। সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল প্রতিনিধি দলের। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। যদিও জ্যোতি জানিয়েছেন, কেন তিনি অভিষেকদের সঙ্গে দেখা করেননি। কেন সময় দিয়েও তিনি দেখা করলেন না, তার ব্যাখ্যা দিয়ে জ্যোতি বলেছিলেন, ”আমি যেটা জানতাম, তাতে তৃণমূলের সাংসদ ও মন্ত্রীরা আমার সঙ্গে ৬টার সময়ে দেখা করতে আসবেন। সে জন্যই সময় নিয়েছিলেন তাঁরা। কিন্তু পরে সাধারণ জনতাকে নিয়ে ওঁরা দেখা করতে চাইছিলেন। যা অফিসের নিয়মবিরুদ্ধ।”

কলকাতায় তৃণমূলের প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে চাইলে তিনি ব্যবস্থা করে দেবেন। শনিবার এ কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তবে তিনি এর জন্য় বিশেষ শর্ত রাখেন তা হল তৃণমূলের প্রতিনিধিদের আসতে হবে বিজেপি দফতরে। রাজনৈতিক বিতর্কের মাঝেই কলকাতায় নিরঞ্জন জোত্য়ির আসা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ” তৃণমূলের নেতারা দেখা করতে চাইলে বিজেপি দফতরে আসুন। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করুন। স্মারকলিপি দিন। আমি সব ব্যবস্থা করে দেব।” বিজেপির একটি সূত্র জানাচ্ছে, অভিষেক ধর্নায় বসার ফলে পদ্মশিবিরের উপর যে চাপ তৈরি হয়েছে, তার জেরেই সাংবাদিক বৈঠক করতে আসছেন জ্যোতি। বিজেপির একাংশ মনে করছে, একতরফা ভাবে এ রাজ্যে অভিষেকের বক্তব্য প্রচার করছে শাসকদল। দিল্লি কেন টাকা আটকে রেখেছে, তা এখানে এসে রাজ্যের মানুষকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বোঝানো উচিত। আর তার জন্য়ই নাকি দিল্লি থেকে কলকাতা আসছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *