
আইনগত জটিলতা ছাড়া যে সমস্ত দফতরে শূন্যপদ রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর
24Hrs Tv ওয়েব ডেস্ক : রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অবিলম্বে ২৭৮৬ জনকে নিয়োগের ব্যাপারে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের শহিদ তর্পণ মঞ্চ থেকে বাংলার চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগে বাংলার হাজার হাজার চাকরিপ্রার্থীদের উদ্দেশে তৃণমূল নেত্রীর বার্তাও দিয়েছিলেন যে, ”১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরিই আছে। ভর্তি করতে ডিপার্টমেন্ট রেডি। কোর্টে কেস চলছে বলে হচ্ছে না এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এরপরই বিজেপির উদ্দেশে তিনি তোপ দেখিয়েছিলেন যে, ”আমরা চাই, মানুষ চাকরি পাক। আর বিজেপি চায় না লোকে চাকরি পাক। তাই কুটুর কুটুর করে পিঁপড়ের মতো কামড়াচ্ছে বিজেপি। মামলা করছে। ওরা চায় না কেউ চাকরি পাক। এই প্রসঙ্গে সিপিআইএম-কেও নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”আপনাদের বিকাশ ভট্টাচার্য ভাজা মাছ উল্টে খেতে জানে না। কোর্টে গিয়ে রোজ শিক্ষক নিয়োগ নিয়ে আওয়াজ তুলছে। ওদের সময় কী হত? ছেলেরা সব সিপিআইএম করবে আর ওদের বউরা শিক্ষিকা হবে। বামেদের একটা কাগজ আছে, ওদের মুখপত্র। ওখানে যারা কাজ করে তাদের সব বউরা বাম আমলে স্কুলে চাকরি পেয়েছে। এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এইবার মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে তৎপর। কয়েকদিন আগে নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন, আইনগত জটিলতা ছাড়া যে সমস্ত দফতরে শূন্যপদ রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে। পাশাপাশি, সূত্রের খবর কমপেনসেটারি গ্রাউন্ডেও যে চাকরি গুলি ঝুলে আছে সেগুলি যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সময় নষ্ট না করে এবার সেই উদ্যোগ গ্রহণ করল নবান্ন। একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারা বহু মানুষ,অন্যদিকে প্রাইমারী নিয়োগেও বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছে বহু শিক্ষকদের। এমতবস্থায় প্রাইমারী শিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। এই সময় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Average Rating