দিল্লিতে টীকার পরিমাণ শেষ, তাই দিল্লিতে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ বন্ধ হয়ে গেল

Read Time:2 Minute

ভ‍্যাকসিন শেষ তাই দিল্লিতে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ বন্ধ হয়ে গেল। মোদিকে লেখা চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ভ্যাকসিনেশন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তাঁরা।

কেজরিওয়াল শনিবার জানান,“শনিবার থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ স্থগিত করা হচ্ছে। টিকার মজুত ফুরিয়ে গিয়েছে। সে কারণেই টিকাকরণ কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে‌।টিকা এলেই আমরা টিকাকরণ কেন্দ্রগুলো আবার খুলতে পারব।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারকে রাজধানী দিল্লির জন্যে আরও বেশি সংখ্যক টিকা বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়েছেন।

কেজরিওয়াল বলেন, গােটা দিল্লিবাসীকে টিকা দিতে গেলে ৮০ লক্ষের উপর টিকার ডোজ প্রয়ােজন। কেন্দ্রের উচিত বিদেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকা কিনে রাজ্যগুলিকে সরবরাহ করা।দিল্লিতে প্রতি মাসে ৪০ লাখ করোনা টিকা প্রয়োজন। কিন্তু মে মাসে দিল্লিকে মাত্র ১৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।পরিস্থিতি এভাবে চলতে থাকলে দিল্লিতে সবাইকে টিকা দিতে ৩০ মাস লেগে যাবে।

কেজরিওয়াল একটা ঘটনার কথা বলেন,‘সম্প্রতি, ৬৫ বছর বয়সী এক নারী আমাকে ফোন করে জানান তিনি ও তার ৩৫ বছর বয়সী ছেলে টিকা নিতে চান। আমি তাকে বলি, যুবকদের জন্য টিকার মজুত শেষ হয়ে গেছে। চাইলে তিনি টিকা নিতে পারেন। তখন তিনি খানিকক্ষণ ভেবে তার বদলে তার ছেলেকে টিকা দেওয়ার প্রস্তাব দেন। কারণ তার ছেলেকে পরিবার চালাতে হয়। তাই তার নিজের চেয়ে ছেলের সুরক্ষার বিষয়টি জরুরি। তার এ কথা আমাকে খুব মর্মাহত করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *