
কলকাতায় শুরু হবে ‘ভ্যাকসিনেশন অন হুইলস’
কলকাতায় শুরু হতে চলেছে ‘ভ্যাকসিনেশন অন হুইলস’, কলকাতা পুরসভার উদ্যোগে এই প্রকল্পটি চালু হবে এমনটাই আজ জানালেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘ইতিমধ্যেই কলকাতায় কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। আমরা খুব আশাবাদী। তাই যেভাবে করোনা নিয়ন্ত্রণে যা যা কর্মসূচী চলছে তা চলবে’। তিনি আরও বলেন, ‘এবার শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস, পরিবহণ দফতর থেকে বড় শীততাপ নিয়ন্ত্রিত ব্যাটারি চালিত বাস দেওয়া হয়েছে। সেই বাসে সিট একটু এদিক ওদিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। যেখানে মানুষ এসির মধ্যে বসে ভ্যাকসিন নেবে। আর এরপর আধঘণ্টা বসার পর বেরিয়ে যেতে পারবে। আধঘণ্টা পর অসুবিধে হলেও বাসে চিকিত্সক থাকবেন তাকে অসুবিধের কথা জানাতে পারবেন। চিকিত্সক বিষয়টি দেখে নেবেন।
আগামী বৃহস্পতিবার পোস্তা বাজার থেকে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন অন হুইলস পরিষেবা জানালেন ফিরহাদ হাকিম।তিনি আরও জানান, শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে এই বাস , সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ভ্যাকসিনেশনের কাজ করা হবে।’ দোকানদারদের সুবিধার্থে এই পরিষেবা বলে জানান তিনি। ‘যাতে দোকানদাররা এসে ওই বাসে ভ্যাকসিন নিয়ে আবার দোকানে গিয়ে কাজ করতে পারেন’ বলেও জানান কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।কলকাতা বাসীকে টিকা নেওয়ার পরে ও সচেতন থাকতে হবে এবং মাস্ক অবশ্যই পড়তে হবে , তাহলেই করোনা মুক্ত কলকাতা গোড়া যাবে, এমনটাই জানালেন তিনি।