মার্কিনমুলুক থেকে ভ্যাকসিন আসছে ভারতে

Read Time:1 Minute

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করলেন রাষ্ট্রসংঘের কোভ্যাক্সের মাধ্যে ৮ কোটি ভ্যাকসিন ভারতে বিনামূল্যে পাঠানো হবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে টিকা পাঠানোর কথা ভাবছে জো বাইডেন।

কবে নাগাদ এই টিকা ভারতে আসবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায় নি তবে আমেরিকা ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষ ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে। করোনার বিপর্যয়ে বিধ্বস্ত ভারতের পাশে এর আগে আমেরিকা চিকিত্‍সা সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে। সেই সময় আমেরিকা অক্সিজেন কনসেনট্রেটরের পাশাপাশি টিকা তৈরির কাঁচামালও ভারতে পাঠিয়েছিল।

এবার টিকাকরণের ক্ষেত্রেও ভারতের পাশে দাঁড়াতে চায় আমেরিকা। একাধিক সংস্থা ভারতে করোনার টিকা পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে মার্কিন বিদেশ সচিবের তরফে জানানো হয়েছে, করোনায় বিধ্বস্ত ভারত। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর আমেরিকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *