
কলকাতায় পা দিলেন ‘ভিকি কৌশল’
‘শ্যাম বাহাদুর’ সিনেমার প্রচারে কোলকাতায় এলেন অভিনেতা ভিকি কৌশল। কখনো তাঁকে দেখা গেলো সৈনিক দের সাথে আবার কখনও স্কুল পড়ুয়াদের সাথে। বাংলা কথা বলতেও শোনা গেলো অভিনেতার মুখে। শুক্রবার, মুক্তি পায় এই ছবি’র ট্রেলার। ১ ডিসেম্বর বড় পর্দায় দেখা যাবে সিনেমা’টি। শ্যাম মানেশকর তিনি হলেন একজন ভারতীয় সৈনিক। তাঁর বায়োপিকে অভিনয় করতে দেখা গেছে ভিকি কৌশল কে। ইনস্টাগ্রামের স্টোরি’তে একটি পোস্ট দিয়ে সেখানে লেখেন স্মরণে ‘শ্যাম বাহাদুর’। এই চলচিত্রের পরিচালনা করেন মেঘলা গুলজার। এই ছবির শুটিং-র বেশ কিছু অংশ হয়েছে কলকাতায়

সাংবাদিক সন্মেলন করেন ভিকি। সেখানে তিনি, সিনেমার প্রচারের জন্যে বলেন এবং তাঁর সাথে ‘ডিপফেক’ ভিডিও সম্পর্কেও তিনি কিছু মন্তব্য করেন। অভিনেতা বলেন, ইন্টারনেট এই মুহূর্তে সবচেয়ে ভয়ংকর জিনিস। তারকাদের সঙ্গে এমন ঘটনা ঘটছে তবে সেখান থেকে বেরিয়ে আস্তে পারছে তারকারা। প্রমান করতে পারছেন যে ভিডিও গুলি ভুয়ো। তবে এমন টা যদি স্কুল পড়ুয়াদের সাথে হয়। কি করে প্রমান করবে সে এই ভিডিও তে নেই। এই বিষয়ে তিনি আরও বলেন, আশা করছি ভিডিও গুলি বন্ধ করার নিরাপত্তার ব্যাবস্থা করা হবে। খুব তাড়াতাড়ি আমরা রক্ষা পাবো বলে বিশ্বাস। তিনি বলেন, যদি আবারও কোনো দেশাত্মবোধক চলচিত্রে সুযোগ পায় তবে ১০০ টা সিনেমা করতেও তিনি রাজি। ছোটবেলা’তে মা বাবা-র মুখে ‘সাম বাহাদুরের’ গল্প শুনে ছিলেন তিনি। বর্তমান সময়ে, মেঘনা গুলজারে’র কাছ থেকে এই মুভির সুযোগ পাওয়ায় একেবারে’ই রাজি হয়ে যান ভিকি। কিছু দিনের মধ্যে’ই মুক্তি পাবে এই এই চলচিত্র। এই মুভি’র অধীর অপেক্ষায় রয়েছে ভিকি’র ফ্যানেরা।
