
জম্মু-কাশ্মীরের আর্মি ক্যাম্পে বিজয় দেবেরাকোন্ডা!
২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বিজয় দেবেরাকোন্ডা বেশ জনপ্রিয় তারকা। তিনি পা রেখেছেন বলিউডে । সিনে দুনিয়ায় কান পাতলেই শোনা যায়, তিনি নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে বেশ ভালবাসেন। মহিলা ফ্যানেদের সংখ্যা নেহাত কম নয়। এবারও তাঁর কীর্তি মন জয় করল নেটিজেনদের। কথা হচ্ছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে। সম্প্রতি দেখা গেল ভারতীয় জওয়ানদের ক্যাম্পে হাজির হয়েছেন অভিনেতা। তাঁদের জীবনের সঙ্গে চলল নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা।ভারতের ন্যাশনাল ক্রাশ বিজয় দেবেরাকোন্ডাকে পাওয়া গেল ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। উরি, বারামুল্লা, জম্মু ও কাশ্মীরের জওয়ানদের কঠিন ও গর্বের জীবনের অংশ হলেন বিজয়। সম্প্রতি এক চ্যানেলের জন্য করলেন একাধিক অ্যাক্টিভিটি।
তিনি সম্প্রতি এমনই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন । উরির জওয়ানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কোলাজ। রাইফেল শ্যুটিং থেকে একাধিক স্টান্ট, যেগুলো সেনাদের নিত্যদিনের সঙ্গী, সেইসবেই নিজের হাত পাকাতে দেখা গেল অভিনেতাকে। ময়দানে নেমে আর্মি ড্রিল থেকে বিভিন্ন গেমস, বিজয় যে বেশ উপভোগ করেছেন গোটা বিষয়টা তা বলাই বাহুল্য। সব শেষে তাঁকে একটি স্পিচ দিতেও শোনা গেল। যেখানে সকল জওয়ানদের তিনি ‘খুদা কে বন্দে’ বলে সম্বোধন করেন। ভিডিও পোস্ট করে ‘লাইগার’ অভিনেতা লেখেন, ‘যদি পরিস্থিতি এমন হয়, আমি আমার ইউনিটকে চিনি। খুদা কে বন্দে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জয় হিন্দ।’
অভিনেতা এই সফরের শেষে একটি স্পিচ দেন। সূত্রের খবর ,সেখানে তাঁকে বলতে শোনা যায়,’আমি আশা করি যেন আমাদের কখনও যুদ্ধে না যেতে হয়। আমি প্রার্থনা করি যেন আপনাদের কাউকে কখনও জীবন-সঙ্কট পরিস্থিতির মুখে পড়তে না হয়। কামনা করি আপনারা সকলে দীর্ঘজীবী হন। প্রত্যেকে ১০০ বছর বাঁচুন, আনন্দে, পরিবার ও সন্তানদের সঙ্গে। দুর্দান্ত স্বাস্থ্য থাকুক আপনাদের, আনন্দে থাকুন। কেউ যেন জীবনে কখনও সমস্যার সম্মুখীন না হন। কিন্তু আমরা আপনাদের নিয়ে সত্যিই গর্বিত ও আপনাদের পরিষেবার জন্য অসংখ্য ধন্যবাদ।’ সম্প্রতি মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’। এছাড়াও তাঁকে এরপর সামান্থার সঙ্গে ‘খুশি’ ও ‘জন গণ মন’-তে দেখা যাবে।