দিল্লি আদালতে পলাতক ঘোষণা গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পলাতক ঘোষণা করল গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে। নোটিস পাঠিয়ে এমনকী বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ মেলেনি বিনয় মিশ্রের। সরকারিভাবে তাঁকে সিবিআই-এর আইনজীবীরা পলাতক ঘোষণা করল আদালতে। যে কোনও জায়গা থেকে গ্রেফতার করতে পারে পুলিশ বিনয় মিশ্রকে এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে ভিনরাজ্য ও ভিনদেশের সঙ্গে যোগাযোগ করা হবে সিবিআইয়ের তরফে, এমনটাই খবর।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের নজরে ছিলেন গরু ও কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনয় মিশ্রর মাধ্যমেই লভ্যাংশের মোটা টাকা প্রভাবশালীদের বিদেশি অ্যাকাউন্টে পাচার হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর প্রভাবশালীদের ব্যাংকক ও লন্ডনের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে। একাধিকবার বিনয় মিশ্রকে জেরা করা হলেও লাভ হয়নি। সিবিআইয়ের কথা মেনে বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার আসানসোলের বিশেষ আদালত নোটিসও জারি করেছিল, সূত্রের খবর। জানা যায়, দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যান বিনয়। পরে সেখান থেকে সোজা ভানুয়াতু পাড়ি দেন। তিনি নাগরিক হিসেবে বসবাস করছেন ভানুয়াতু দ্বীপের বেশ কিছু অংশ কিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *