শচীনের রেকর্ড ভাঙলো বিরাট

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল চলছে।সেখানেই সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শচীন তেন্ডুলকার রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। শচীন তেন্ডুলকার ৪৯ টি সেঞ্চুরি করেছিলেন। আর বিরাট কোহলি ৫০ টি সেঞ্চুরি করলেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। তার আগে ৮০ রান করার সঙ্গে সঙ্গে এক বিশ্বকাপে সচিনের সব থেকে বেশি রান করার রেকর্ডও ভেঙে দেন তিনি। ২০০৩ সালের বিশ্বকাপে শচীন করেছিলেন ৬৭৩ রান। এ দিনই বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে এক বিশ্বকাপে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

শচীন, ম্যাথু হেডেন, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা এবং শাকিব আল হাসানের এই কৃতিত্ব ছিল। এ’বারের বিশ্বকাপে অষ্টম বার ৫০ রানের গন্ডি পেরোলেন কোহলি। তার মধ্যে দু’টি ইনিংসে শতরান হয়েছে। বাকিগুলির মধ্যে প্রায় তিন বার শতরানের কাছে এসেও থেমে গিয়েছেন। বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে কোহলি করেছিলেন ৮৫ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫ রান করেন। পুনে’তে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০৩ রানে অপরাজিত থাকেন। পরের ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওয়াংখেড়েতেই ৮৮ রান করেন। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে অপরাজিত ১০১ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *