
24Hrs Tv ওয়েব ডেস্ক : কুড়মিদের এই অসন্তোষের মধ্যেই দিলীপ ঘোষ আবার এই আন্দোলন ঘিরে রাজনীতিকরণের চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে। কড়া ভাষায় আক্রমণ দিলিপের। তিনি ঝাঁঝালোভাবে, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেবে। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। ক্ষমতা থাকলে যতজন মাহাতো এমপি, এমএলএ আছে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি থাকব। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সাহায্য করেছি।’ এমন মন্তব্যের পর বিতর্ক আরও বাড়ে। দিলীপ ঘোষের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়। পরে অবশ্য দিলীপ ঘোষ বলেছেন, ‘কুড়মি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।’ এই আন্দোলনকে যাতে মাওবাদী আন্দোলন বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেওয়া হয়, সেই আবেদনও কুড়মি নেতাদের কাছে করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন যে এই আন্দোলনকে উল্টে বিজেপির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আন্দোলনকে ঘিরে রাজনীতিকরনের চেষ্টা করা হচ্ছে।
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সাম্প্রতিক এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। কুড়মি আন্দোলনকারীদের একাংশ দিলীপ ঘোষের সেই মন্তব্যের পর বেজায় চটে রয়েছেন। সাংসদের বাড়ি ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন একাংশের মানুষ। আর এই বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি নিজে। তিনি বলেন তিনি ক্ষমা চাইছেন দিলিপ ঘোষের হয়ে।
মঙ্গলবার সল্টলেকের ইজেডসিসিতে রোজগার মেলার অনুষ্ঠানে আসেন সুকান্ত মজুমদার। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল কুড়মিদের আন্দোলন এবং দিলীপ ঘোষের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে। বিজেপির রাজ্য সভাপতি তখন বলেন ‘যদি ওনাদের মনে হয়, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে, ‘বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়।’