উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে মন্তব্য মুখ্যমন্ত্রীর !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : নদিয়া সফরের মধ্যে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা চলছে। তার ফলে বিহার সীমান্ত দিয়ে রাজ্যে অস্ত্র পাচার করা হচ্ছে । তার জন্য পুলিশকে তল্লাশি বাড়ানোর নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যজুড়ে উদ্ধার হচ্ছে বন্দুক,বোমা,অস্ত্র। নির্বাচনের কয়েকমাস আগে রাজ্যে মজুত বারুদ দেখে রীতিমতো রাজ্যবাসী আতঙ্কিত । ফলে জারি রয়েছে রাজনৈতিক বচসা । এর মধ্যে রানাঘাটের প্রশাসনিক সভা থেকে গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর ,কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘এ তো মারাত্মক অভিযোগ। যদি সত্যি এমনটা হয় তাহলে মুখ্যমন্ত্রী কি কেন্দ্রকে জানিয়েছেন? এছাড়া সিপিএম নেতা শমীক লাহিড়ির মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী কথা যদি সত্যি হয় তাহলে কত অস্ত্র উদ্ধার হয়েছে? ক’জন গ্রেফতার হয়েছে ? আরএসএস উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে এটা সত্যি, তবে রাজ্যের সমস্ত সমাজবিরোধী কাজে তৃণমূল জড়িত।’ আর যদি জানিয়ে থাকেন তাহলে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসীর জানা উচিত। শুধু রাজনীতির স্বার্থেই যে অভিযোগ করা হচ্ছে না সেটা তাহলেই বোঝা যাবে।’

সূত্রের খবর ,রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন , ‘উত্তরবঙ্গকে অশান্ত করতে সীমান্ত থেকে অস্ত্র আসছে। উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে। বিহার থেকে ১ হাজার টাকায় অস্ত্র ঢুকছে, ওপার থেকেও অস্ত্র ঢুকছে। উত্তরবঙ্গে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে’। সেই জন্য পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নাকা তল্লাশি বাড়াতে হবে, কড়া নজর রাখতে হবে’। অবশেষ মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অস্ত্র-অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোরকদমে রাজনৈতিক বচসা । বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য , ‘রাজ্যে যদি অস্ত্র ঢোকে তাহলে তার দায় কার ? কিন্তু অস্ত্র নিয়ে কারা আসছে সেটা তো রাজ্যের পুলিশ-প্রশাসনের দেখার দায়িত্ব । এখন সবাই সবার দিকে বন্দুক তাক করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *