‘জয় শ্রী রাম’ গাওয়ার ঠিক আগেই কি কাজ করলেন অক্ষয় ?

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : অক্ষয় কুমার ভারতের ৭০০০ বছরের পুরনো এক ইতিহাস প্রকাশ্যে নিয়ে আসতে চলেছেন । দীপাবলির দিন মুক্তি পেতে চলেছে ‘রাম সেতু’। আর সেই ছবির প্রচারে এসেই এই কাজটি করলেন অভিনেতা, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ছবিটির টাইটেল ট্র্যাক ‘জয় শ্রী রাম’ মুক্তি পেয়েছেন গতকাল অর্থাৎ বৃহস্পতিবারেই। গানটি নিজের গলায় গাওয়ার আগে হঠাৎই দেখা যায় মঞ্চে দাঁড়িয়ে জুতো খুলছেন অক্ষয়। গোটা হল ফেটে পড়ে হর্ষধ্বনিতে। এরপরেই অক্ষয় বলেন, “চলুন এবার সবাই মিলে জয় শ্রী রাম গাই”।

সূত্রের খবর, এ বছরটা একেবারেই ভাল যাচ্ছে না অক্ষয়ের। নেপথ্যে কোন কারণ? দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়। তাঁর সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’। সেই ছবি একেবারেই হিট হয়নি। এবার তাঁর পাখির চোখ ‘রামসেতু’। সেই ছবি যদিও হিট হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।

এই ছবিটিতে অক্ষয় চরিত্রে এক পুরাতত্ত্ববিদের। অক্ষয় ছাড়াও রয়েছে জ্যাকলিন ও নুসরত বারুচা। এর আগে ছবির টিজার মুক্তির পর দর্শকের উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন অক্ষয়। তিনি বলেছিলেন, “রামসেতুর টিজারের প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন সে জন্য অনেক ধন্যবাদ। রামসেতুর দুনিয়ায় ডুব দিতে তৈরি হন”। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *