
২০০০ টাকার নোট পাল্টাতে কি কি প্রয়োজন, বিশেষ ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের
24Hrs Tv ওয়েব ডেস্ক : বদল হতে চলেছে দুই হাজার টাকার নোট, ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। ভোগান্তির মুখে সাধারণ মানুষ। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ বিশেষ ঘোষণা শুরু হয়েছে, জেনে নিন সেগুলো কি। অন্যতম বৃহৎ এই ব্যাঙ্ক জানিয়ে দিল, কোনও রিক্যুইজিশন স্লিপ ছাড়াই ২০০০ টাকার নোট বদলানো যাবে। এক এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকা নোট জমা দেওয়া বা পাল্টানো যাবে। ব্যাঙ্কের সব শাখাকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। এই সকল তথ্য গুলো নোট পাল্টাতে ভীষণ প্রয়োজন। শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২ হাজার টাকার নোট থাকলে, তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে বলে জানানো হয়েছে।
নতুন করে ২০০০ টাকার নোট আর ছাপাবে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সেই অনুযায়ী, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলাতে গেলে একটা ফর্ম ফিলআপ করার প্রয়োজন।
সরকারি সূত্রের খবর যে, ২০ হাজার টাকা পর্যন্ত একদিনে ২০০০ টাকার নোট এক এক বারে বদলানো যাবে। অর্থাৎ একবার লাইনে দাঁড়িয়ে ওই পরিমাণ টাকা পাল্টানোর পর, আবার টাকা বদলানোর জন্য একইভাবে এসে লাইনে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে লাইনে বার বার দাঁড়াতে কোনও বাধা নেই। এর পাশাপাশি প্রতিটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র সিটিজেন বা বিশেষভাবে সক্ষম যাঁরা তাঁদের যাতে নোট বদলাতে গিয়ে কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।
Average Rating