খড়দহের উপনির্বাচনে কি তৃনমুলের মুখ শোভনদেব চট্টোপাধ্যায়

Read Time:2 Minute

খড়দহের উপনির্বাচনে তিনি তৃনমুল প্রার্থী হয়ে লড়ছেন শোভনদেব চট্টোপাধ্যায়, প্রয়াত কাজল সিনহার জায়গায়, এমনটাই কথা শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে।যদিও তিনি নিজে সেই কথা এখনো প্রকাশ করেন নি , তার মতে দলের সিদ্ধান্ত শেষ কথা।তা হলেও নির্বাচনের কাজ তিনি শুরু করে দিলেন মঙ্গলবার থেকেই। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাড়ি থেকে খড়দহে যান তিনি। প্রথমেই খড়দহ এলাকার অতি প্রাচীন শ্যামের মন্দিরে গিয়ে পুজো দেন।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী অমিত মিত্র প্রার্থী না হওয়ায় এবার খড়দহ কেন্দ্রে তৃণমূল নেতা কাজল সিংহকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু ভোটের ফলাফল ঘোষণার আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ফলাফলে ২৮ হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে হারিয়েছিলেন কাজল। কিন্তু আগেই তাঁর প্রয়াণ ঘটায় উপনির্বাচনই ভবিতব্য ছিল খড়দহে।

সূত্রের খবর, দলনেত্রী স্বয়ং তাঁকে প্রার্থী হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাই কার্যত প্রার্থী হিসেবে উপনির্বাচনের প্রচার শুরু করে দিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। যে অনুষ্ঠানেই গিয়েছেন তিনি, সেখানেই ভাবী বিধায়ক হিসেবেই বক্তৃতা করতে দেখা গিয়েছে শোভনদেবকে। তাঁর প্রতি খড়দহের মানুষ আস্থা রাখতে পারেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *