
TIGER-3 রিভিউ এখন কোন পর্যায়
১ দিনেই রেকর্ড গড়ল টাইগার-৩। সালমান এবং ক্যাটরিনা-র অভিনীত সিনেমা ‘টাইগার-৩’। সিনেমা সমন্ধে, প্রায় সবার মুখে’ই ইতিবাচক কথা শোনা গেছে দর্শকদের মুখে। সাউন্ড সিস্টেম, চরিত্র, মিউজিক, ডিজাইনিং সর্ব মিলিয়ে চলচিত্র সুপারহিট। এর আগেও সালমান এবং ক্যাটরিনার জুটি দেখা মিলেছে ‘টাইগার জিন্দা হে’, ‘এক থ্যা টাইগার”পার্টনার’ এবং বর্তমানে টাইগার -৩।

সব মিলিয়ে মুভি সুপারহিট। টাইগার-৩ পরিচালনায় করেছেন মনিশ শর্মা।
বিশ্বজুড়ে মোট আয় ২৪০ কোটি টাকা। প্রথম দিনে ১০০ কোটি ছাড়িয়ে যায়। এবং দ্বিতীয় দিনে ৫৮ কোটি। সর্বমোট ভারতে মোট আয় ১৮০.৪ কোটি। বিদেশে মোট আয় ৫৯.৫০ কোটি টাকা। দীপাবলির মরশুমে বেশ ভালো’ই আয় করেছে এই সিনেমা’টি। সালমান খান, ক্যাটরিনা কাইফ ছবি’টি মুক্তি পাওয়ার আগে সালমান টুইট করে বলেন’আমরা অনেক আবেগের সাথে মুভি’টি তৈরি করেছি’। আশা করি আপনাদের সকলের’ই ভালো লাগবে। ঠিক পরে’ই, সিনেমা মুক্তি-র পর ছবি’টি সুপারহিট হয়ে দাড়ায়। টাইগার-৩ YRF স্পাই ইউনিভার্সে’র পঞ্চম ছবি। সিনেমা’টি হিন্দি, তামিল, তেলেগু বীশ্বব্যাপী ভাষায় প্রকাশিত হয়েছে।

24 Hrs Tv রিভিউ অনুযায়ী, টাইগার-৩ একটি আকর্ষনীয় মুভি। দিপাবলির মরশুমে প্রকাশিত হয়। বরাবর’ই সালমান এবং ক্যাটরিনা মুভি নজর কাড়ে দর্শকদের। প্রকাশের দিন ভিড় দেখেই বোঝা গেছে মুভি’টি ঠিক কেমন হয়ছে। সব মিলিয়ে এটি অ্য়াকশান থ্রিলার চলচিত্র মনিশ শর্মা পরিচালিত, যশ রাজ ফিল্মসের অধীনে আদিত্য চোপড়া প্রযোজিত। সম্প্রতি সময়ে,TIGER-3 সিনেমা’টি বিশেষ রেকর্ড গড়ল ।