অভিষেক কি শেষ পর্যন্ত ‘না আসার’ সিদ্ধান্তে অটল থাকবেন – কী করবে ইডি?

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অভিষেককে। এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অভিষেককে,হাজিরাও দিয়েছিলেন তিনি। ইডির ডাকে অভিষেকের না আসা নিয়ে যে গুন্জন উঠছে তা কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে । তবে ৩ অক্টোবর দিল্লিতে পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে ব্য়স্ত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি থাকায় ওই হাজিরা দিতে পারবেন না তিনি এই কথা সামাজিক মাধ্য়মে লিখে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরে কলকাতা হাই কোর্টে বিচারপতি অমৃতা সিংহকে বলতে শোনা গিয়েছে, ৩ অক্টোবর যেন তদন্তের কাজ কোনও মতেই ব্যাহত না হয়। এই পরিস্থিতিতে আইনজীবী মহল থেকে রাজনীতির অলিন্দ ‘সর্বত্র প্রশ্ন, অভিষেক শেষ পর্যন্ত কি হজিরা দেবেন, হাজিরা না দিলে ইডির পরবর্তী পদক্ষেপ ই বা কি থাকবে?

পাশাপাশি, মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়। বিচারপতি সিংহের নির্দেশের ব্যাখ্যা চেয়ে তিনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্য়স্ত রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *