
করোনার উৎপত্তি ঠিক কোথায়?এ নিয়ে এবার তদন্তের কথা বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা
করোনার উৎপত্তি ঠিক কোথায় ? এ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েই গেছে। এ নিয়ে এবার তদন্তের কথা বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফৌসি।তবে প্রথম থেকে বিশ্বের অনেক দেশ চিনকেই এর জন্মদাতা বলেছে। উহান শহরের ল্যাব থেকেই নাকি জন্ম হয়েছে বলে চীনকে অভিযোগ করা হয়েছে।প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প-সহ অনেকেই অভিযোগের আঙুল তুলেছিলেন বেজিংয়ের দিকে। প্রশ্ন উঠেছিল, ইউহানের মাছ-মাংসের বাজার থেকেই সংক্রমণের শুরু। যদিও চিন প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেছে। দাবি করেছে তাদের কোনও হাত নেই মহামারির জন্য। চিনা বিজ্ঞানীরাও এই নতুন রোগটি সম্পর্কে প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যাবতীয় তথ্য দিয়ে আসছিল। যদিও সে দাবি মানতে নারাজ ব্রাজিলও। ব্রাজিলের প্রধানও করোনার জন্য চিনকেই দায়ি করেছে।
অ্যান্থনি ফৌসি বলেন,‘করোনার উৎপত্তি স্বাভাবিকভাবে হয়নি। আমি অন্তত মানতে রাজি নই। এখনও অস্পষ্ট রয়েছে এর কারণ। অবিলম্বে তদন্ত হওয়া দরকার।’তিনি বলেন, চীনে গিয়ে এর উৎপত্তির কারণ খুঁজে বার করতে হবে।চীনেরা তদন্ত করেছিলেন,তাঁদের মতে চীনের পশু খামার থেকে এর উৎপত্তি।তারপর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।কিন্তু এটা নাও হতে পারে।
আমেরিকার মসনদে পালাবদলের পরেও ফের মাথা চাড়া দিচ্ছে করোনার ‘ল্যাবরেটরি’ উৎপত্তি তত্ত্ব।বিজ্ঞানীদের অভিমত,চীনের উহানের ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাস লিক হয়েছিল।এই নিয়ে তদন্তের দাবি করেছেন বিশ্বের ১৮ জন বিজ্ঞানী।স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যক্ষ ডেভিড রেলম্যান বলেন, ‘দুর্ঘটনার জেরে ল্যাবরেটরি থেকে ভাইরাসের বেরিয়ে পড়া এবং পশু থেকে মানুষের মধ্যে সংক্রমণের দু’টো তত্ত্বই এখনও প্রাসঙ্গিক।’