ওই ধরনের নায়িকা ভাবা হচ্ছে কেন?দাবি বিদ্যা বালানের

Read Time:3 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : ছকবন্দি হতে চান না বিদ্যাবালান । বহু জনপ্রিয় ছবিতে সাড়া ফেলেছে বিদ্যার উপস্থিতি। অভিনেত্রী হিসাবে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট জনপ্রিয় তিনি। তার পরেও তাঁর রয়ে গিয়েছে আক্ষেপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মতামত ব্যক্ত করলেন তিনি । অভিনেত্রী বিদ্যাবালানের কথায়, “ছকবাঁধা নায়িকা হয়ে ওঠার চাপ থাকে ইন্ডাস্ট্রিতে, কিন্তু আমি তেমনটা নই। এখনও নিজেকে আবিষ্কার করে চলেছি। ছকবন্দি করা চলে না আমাকে। তাও চেষ্টা করেই চলেছে লোকে। আমি তো সেই বিশেষ ধরনের নায়িকা হতে চাইনি।”এছাড়াও তিনি আরও জানান যে অভিনয় জগতে বিদ্যা বালান যাত্রা শুরু করেছিলেন ‘হাম পাঁচ’ টিভি সিরিজের মাধ্যমে। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে একের পর এক ছবিতে ভিন্নধর্মী নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে বহুমুখী অভিনয় প্রতিভার প্রমাণ দেন গুণী এ অভিনেত্রী। বিদ্যাবালান দাবি করেন যে , “ইন্ডাস্ট্রির অনেকের মনে হয়েছিল, আমি তরুণী চরিত্রে অভিনয় করার সুযোগ হারালাম, কারণ প্রথম ছবিতেই আমি বিবাহিত মহিলার চরিত্র করেছি।” অভিনেত্রী আরও বলেন যে, “আমাকে এক জন বলেছিলেন, ‘পরিণীতা’য় তুমি কী চমৎকার ব্রেক পেয়েছ, কিন্তু তুমি এখানে তো এক জন মহিলার চরিত্রে অভিনয় করলে, এ বার দর্শক তোমায় অল্পবয়সি মেয়ের চরিত্রে দেখতে চাইবে। আমার তখন মাত্র ২৬ বছর বয়স।”

তবে ‘বেগম জান’ কিংবা ‘ডার্টি পিকচার’-এর মতো ছবি করার পর সেই ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে বিদ্যার কাছে। একদিকে যেমন তিনি প্রচার পেতে থাকেন তেমনিই এতেই হতাশ হতেন অভিনেত্রী। তাঁর মতে, এক ধরনের নায়িকা করার চেষ্টা চলছে তাঁকে। লোকে সে ভাবেই তাঁকে দেখছে এখন। লোকে তাঁকে বাজে ভাবতে শুরু করেছে এখন । এই নিয়ে ভাবতেন তিনি ।ইন্ডাস্ট্রির ধারাবদল নিয়েও মুখ খুলেছেন বিদ্যাবালান। তাঁর মতে, মহিলাকেন্দ্রিক ছবির চেয়ে পুরুষকেন্দ্রিক ছবি বেশি চলবে, এই ভাবনা এখনও বলিউডে প্রবল। বললেন, “হয়তো আমরা ঝুঁকি নিতে চাই না। কিন্তু এটা খুব হতাশাজনক। হিরো যেই হোক না কেন দর্শক ভাল কন্টেন্ট দেখতে চান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *