নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের প্রবেশ, বড় আপডেট হাওয়া অফিসের

Read Time:2 Minute

24HRS Tv ওয়েব ডেস্ক জুলি সাউঃ কালীপুজোর আগেই শীতের আমেজ। ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। রাত বাড়তেই শুরু হয়ে যাচ্ছে হালকা ঠান্ডার আমেজ। আগামী দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে কালীপুজো নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ায় ঠান্ডার আমেজই থাকবে। রাতের দিকে জেলায় জেলায় শীতের বাতাস কাঁপুনি ধরাতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শুরু থেকেই হওয়া বদল হবে। আগামী বুধবারের মধ্যে তাপমাত্রা কমতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামবে, পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশই থাকবে। সোমবার থেকে হাওয়া বদল ঘটবে, কমবে তাপমাত্রা। বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। সকালে ও সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *