
তুনিশার পর ফের আত্মঘাতী তরুণ তারকা লীনা নাগাওয়ান্সি
জনপ্রিয় তারকা তুনিশা শর্মার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আত্মঘাতী হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তরুণী লীনা নাগাওয়ান্সি। ক্রিসমাসের দিনও ইনস্টাগ্রামে সুন্দর বেশ কয়েকটি রিল ভিডিয়ো শেয়ার করেছিলেন লীনা। কিন্তু তারপরই ছত্তিশগড়ের রায়গড়ে নিজের বাড়িতে তিনি আত্মঘাতী হন।
পুলিস সূত্রে খবর, লীনা নাগাওয়ান্সি যখন আত্মঘাতী হন, সেসময় বাড়িতে উপস্থিত ছিলেন না তাঁর মা। আধঘণ্টা পর বাড়ি ফিরে তিনি নিজের মেয়েকে টেরেসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ তিনি লীনা দেহ নামিয়ে আনেন, ভেবছিলেন লীনা বেঁচে আছে। লীনা সেকেন্ড ইয়ার বি.কম-এর ছাত্রী। পড়ার জন্য টেরেসে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। তারপর নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানাচ্ছে পুলিস। টিকটক ইনস্টাগ্রাম রিলে বেশ অ্যাক্টিভ ছিলেন লীনা। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১০ হাজার। লীনা দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও ঠিক কী কারণে লীনা এমন পদক্ষেপ নিলেন তা জানা যায়নি। ঘটনার তদন্ত করছে রায়গড় থানার পুলিস।