খাবার ডেলিভারির সময় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ জোম্যাটো কর্মীর

24Hrs Tv, ওয়েব ডেস্ক: ১৯ বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হল জোম্যাটো ডেলিভারি বয়কে । পুণের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুলল অনলাইন খাবার ডেলিভারি সংস্থা। সূত্রের খবর, জোম্যাটোর তরফে জানানো হয়েছে, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি তদন্তের বিষয়ে। এবিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলি।’ সেই সঙ্গে সংস্থার তরফে দাবি করা হয়েছে, ধৃত ব্যক্তি তাদের সংস্থার ডেলিভারি বয় নয়।

জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর পুণের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বাড়িতে রাতের খাবার ডেলিভারি করতে আসেন ওই ডেলিভারি বয়। তরুণীর অভিযোগ, এরপর ওই ৪২ বছরের ব্যক্তি তার কাছে জল চান। তিনি জল দিতে গেলে ধৃত কর্মী তাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন। নিজেকে কোনওক্রমে যুবকের কাছ থেকে ছাড়িয়ে নেন তরুণী। অভিযোগ, এরপর হোয়াটসঅ্যাপেও নাকি তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন অভিযুক্ত। শেষ পর্যন্ত থানায় এফআইআর দায়ের করেন তরুণী। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে। পরে ওই ব্যক্তি জামিনও পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *