বালুরঘাটে শিশু মৃত্যুর ঘটনায় ধৃত আরও ১

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ দেহ উদ্ধারের পর পেরিয়ে গিয়েছে গোটা রাত। গোটা ঘটনার পিছনে ঘুড়ি বিবাদকে দায়ী করা হলেও তা একেবারেই ভিত্তিহীন, স্থানীয়দের এমনই দাবি। ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পাচারের উদ্দেশ্যে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে একজনকে। এখনও পর্যন্ত ধৃত মোট ৫।
বালুরঘাট পুরসভা এলাকার এ কে গোপালন কলোনিতে ৮ বছরের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবক মানস সিংয়ের বিরুদ্ধে। নিখোঁজ শিশুর নাম দীপ হালদার। শনিবার বিকেলে প্রতিবেশী যুবক তাকে ঘুড়ি কিনে দেবে বলে নিয়ে যায় এমনই অভিযোগ। ঘুড়ি কিনে দেওয়ার পর সেই ঘুড়িটি নিয়ে ছোট্ট দীপ খেলতে যায় পাশের মাঠে। সন্ধ্যে পেরিয়ে রাত্রি নামলেও বাড়ি ফেরেনি আট বছরের দীপ, পরিবার সূত্রে খবর।
তারপরই খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয়পরিজনেরা। তার খোঁজ পাওয়া যায়নি বলেই খবর। শিশুর ঠাকুমা দীপ্তি মোহন্ত জানান, স্থানীয় মানস সিং নামের এক যুবক গতকাল ঘুড়ি কিনে দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি দীপের। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
রবিবার সন্ধ্যেয় বাড়ির থেকে দূরে একটি খালে বস্তাবন্দি অবস্থায় মেলে দীপের দেহ। মানস সিং থানায় খুনের কথা কবুল করে আত্মসমর্পণ করে, পুলিশ সূত্রে এমনটাই খবর। মানস সিং, তার বাবা রবিন সিং, মা দুলো সিং এবং বোন মনোশি সিংকে গ্রেফতার করা হয়।
ঠিক কী কারণে এই ঘটনা, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। জানা যায়, ঘুড়ি নিয়ে অশান্তির জেরেই এই পরিণতি। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। পরিবারের তরফ থেকে অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা। পাচারের পর কোনরকমে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে খুন হতে হয় শিশুটিকে, এমনই অনেকের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *