Chennai : চেন্নাইয়ে ‘এয়ার শো’তে প্রবল গরমে ও ভিড়ের চাপে মৃত ৩, চিকিৎসাধীন প্রায় ২৩০

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রবিবার ছিল ভারতীয় বায়ুসেনার ৯২তম প্রতিষ্টা দিবস। এই উপলক্ষ্যে চেন্নাইয়ের মারিনা বিচে বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই মৃত্যু হল ৩ জনের। জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজন মারা গিয়েছেন হিট স্ট্রোকে। অন্য দুজন মারা গিয়েছেন ভিড়ের চাপে। এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩০ জন।কর্তৃপক্ষও স্বীকার করেছে, অতিরিক্ত গরমের পাশাপাশি প্রবল ভিড়ের জেরে বিপত্তি ঘটেছে।

সুত্রের খবর, রবিবার  সকাল ১১টা থেকে শো শুরু হওয়ার কথা ছিল। তার আগেই অগুন্তি দর্শক এসে ভিড় জমান সেখানে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ প্রবল হয়। যার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় মৃত্যু হয়েছে পেরুঙ্গালাথুরের বাসিন্দা শ্রীনিবাসন (৪৮), কোরুকুপেটের বাসিন্দা জনের (৫৬) এবং তিরুভোত্তিউরের বাসিন্দা কার্তিকেয়ন (৩৪)। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এখনও ২৩০ জন।

এই ঘটনায় তামিলনাড়ুর ডিএমকে সরকারকে নিশানা করে রাজ্যের বিজেপি প্রধান আন্নামালাই বলেন, ‘এই মৃত্যুকে দুর্ঘটনা বলে দেগে দেওয়া যায় না। প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থাটুকু ছিল না। পাশাপাশি বিরাট সংখ্যক মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহানেরও ব্যবস্থা করেনি প্রশাসন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *