৫৫ মিনিটের ব্যবধানে কর্মসূচি মোদী-মমতার!

24hrstv desk: নির্বাচনের শেষ দফার দিন এগোতে না এগোতেই বাস্ত হল শহরতলীর উত্তর প্রান্ত। মাত্র ৫৫ মিনিটের দুরত্তে উত্তর কলকাতায় মুক্ষমন্ত্রি ও প্রধানমন্ত্রীর কর্মসূচি। কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের সমর্থনে মঙ্গলবার বিকাল ৫টায় এন্টালি থেকে পদযাত্রা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা। পদযাত্রা করে তিনি যাবেন বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। তার ঠিক ৫৫ মিনিট পর উত্তর কলকাতায় শুরু হবে মোদীর কর্মসূচি এবং রোড-শো। ৫টা ৫৫ মিনিটে শ্যামবাজারে নেতাজির মূর্তিতে মাল্যদান করে যাত্রা শুরু করবেন মোদী। হাতিবাগান হয়ে বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলে আসবে প্রধানমন্ত্রীর রোড-শো। সেই আবহে ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসনও।

প্রশাসন মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বিধান সরণিতে বন্ধ থাকবে সকল প্রকার যান চলাচল। ওই সময়ের মধ্যে কলকাতার ১১ ফারলং রোড, খিদিরপুর রোড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ, এনকে সাহা লেন, উদ্বোধন লেন, ভূপেন বোস অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বিধান সরণি, কলেজ স্ট্রিট, অরবিন্দ সরণি, বিডন স্ট্রিট, বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক ক্রসিং, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদি বাগের পূর্বের রাস্তা এবং পুরনো কোর্ট হাউসের সামনের রাস্তায় যে কোনও ধরনের পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উল্লিখিত রাস্তাগুলিতে যাত্রিবাহী গাড়ির চলাচল এর পাশাপাশি পার্কিং নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ি চলাচল এবং পার্কিং বন্ধ করাও হতে পারে। সাময়িক ভাবে বন্ধ থাকবে ট্রাম পরিষেবাও। কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ওই রাস্তাগুলিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ দরকার পড়লে যানবাহনের অভিমুখ অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। তাই দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ওই রাস্তাগুলি এড়িয়ে চলাই ভাল। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের পদযাত্রার কারণে বিকেল ৪টে থেকে এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার ক্রসিং, নিউ পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস সাত মাথার মোড়, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ, সামশুল হুদা রোড, রাইফেল রেঞ্জ রোড এবং ব্রড স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। তাই ওই সময় সেই রাস্তাগুলিও এড়িয়ে চলা ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *