Bihar : নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৭ শিশু

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : নদীতে স্নান করতে নেমে বিপত্তি। বিহারে রোহতাস জেলার সোন নদীতে তলিয়ে গেল ৭ শিশু। দুর্ঘটনার এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে চলছে তল্লাশি। জানা গিয়েছে, ওই ৭ শিশু তুংবা গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

সুত্রের খবর, রবিবার সকালে নদীতে স্নান করতে গিয়েছিল ওই ৭ শিশু। যাদের বয়স ৮-১২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে এক জন স্নান করতে করতে গভীর জলের দিকে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে একে একে বাকিরাও তলিয়ে যায় নদীতে। স্থানীয়রা এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় ডুবুরির সাহায্য তল্লাশি শুরু করে। তল্লাশি অভিযানে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ টিম। নিখোঁজ ২ জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নদীর জলস্তর অত্যন্ত বেড়ে যাওয়া ও প্রবল স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই ৭ জন শিশুর মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। বাকি ৩ জন তাদের আত্মীয়। এদিন সকালে নদীতে স্নান করতে নেমেছিল তারা। ঘটনার পর এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকি দুজনের খোঁজ চলছে।

প্রসঙ্গত, এর আগে ঔরঙ্গাবাদে মদনপুর থানা এলাকার কুশওয়াহা গ্রামে একইভাবে জলে ডুবে মৃত্যু হয়েছিল ৮ শিশুর। স্থানীয়দের সাহায্যে ২ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *