শতাব্দী-আশিসকে খোলা চ্যালেঞ্জ জিতেন্দ্রর!

24Hrs Tv, ওয়েব ডেস্ক: বীরভূমের মাটিতে ফের রাজনৈতিক উত্তাপ। বিজেপি বনাম তৃণমূলের মধ্যে শুরু নয়া বাকযুদ্ধ। শনিবার মুরারইতে দলীয় কর্মসূচিতে গিয়ে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি চ্যালেঞ্জের সুরে বলেন, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় দু’জনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল করে চলেছেন। তাঁর আরও দাবি, শতাব্দী, আশিস যদিও তাঁর এই বক্তব্যের বিরোধিতা করতে চান, তাহলে তাঁরা প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের বিরোধিতা করুন। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্যের পরই সাংবাদিক সম্মেলন করে শতাব্দী রায় তাঁর দাবি নস্যাৎ করেছেন। আর আশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, ”কেষ্টকে নিয়ে মুখ্যমন্ত্রীর মত ও পথই আমাদের পথ।” শনিবার মুরারইতে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তিনি বলেন, ”শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় দু’জনই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই তাঁরা তৃণমূল করছেন। একথা যদি মিথ্যে হয়, তবে তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন ডেকে বলুন যে অনুব্রত মণ্ডল যা করেছেন, তা তাঁরা সমর্থন করে না।”

জিতেন্দ্রর মন্তব্য নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, কেষ্টকে নিয়ে আমাদেরও মতামত তাই। মুখ্যমন্ত্রী বীরের মর্যাদা দিতে বলেছেন অনুব্রতকে। মুখ্যমন্ত্রীর মতই আমাদের পথ।” জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানান, ”জিতেন্দ্র তিওয়ারি হয়েছেন তৃণমূলের ভাত খেয়ে। ব্রিটিশ পলিসিতে মিথ্যা রটনা করে ভাগাভাগি করতে চাইছেন।”উল্লেখ্য, শতাব্দী রায় প্রকাশ্যে খয়রাশোলের জনসভায় অনুব্রত মণ্ডলের পাশে থাকার কথা বলেছেন। দিন কয়েক আগে খয়রাশোলের জনসভায় শতাব্দী রায় বলেছিলেন, ”ভাল সময়ে যে মানুষটার কাছে আমরা সাহায্য পেয়েছি, তার অসুবিধার দিনে তার পাশে থাকব না, তাই হয়? সবাই আমরা তাঁর পাশে আছি।” সূত্রের খবর, বীরভূমের সাংসদ শতাব্দী রায় এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *