ফেব্রুয়ারি মাস থেকে রেলের সুবিধা

24Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : শুরু হচ্ছে জীবনের প্রথম বড়ো পরীক্ষা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। টাণা ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। তারপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পরীক্ষা উচ্চমাধ্যমিক। আর এই পরীক্ষায় যাতে পড়ুয়াদের কোনরকম সমস্যা ণা হয় তার জন্য বাড়াণো হল অতিরিক্ত স্টপেজে। শিয়ালদা স্টেশনে বাড়াণো হল অতিরিক্ত স্টপেজ। পলতা, কাকিণাড়া,জগদ্দলে দাঁড়াবে লোকাল ট্রেন। আগামী পরীক্ষা চলাকালীন ২ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু ট্রেণের ব্যাবয়স্থা থাকবে। ২ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত দেওয়া হবে বেশকিছু স্টপেজ জানালো পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে ততদিন পর্যন্ত অতিরিক্ত লোকাল ট্রেনের ব্যাবয়স্থা থাকবে। পলতা, কাকিণাড়া, জগদ্দল এছাড়াও প্রত্যেকটি স্টপেজে দাঁড়াবে লোকাল ট্রেণ। অতিরিক্ত ট্রেনের এই সুবিধা থাকবে ২, ৩, ৫, ৮, ৯, ১০, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। জগদ্দল থেকে ৮টা ১৫, ৮টা ১৭, ৮টা ২৫ লোকালটিও যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *