National Highway : নয় দিন পর খুলল বাংলা সিকিমের ‘লাইফলাইন’

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মঙ্গলবার থেকে সমস্ত রকম গাড়ির জন্য খুলে দেওয়া হল  ১০ নম্বর জাতীয় সড়ক। নয় দিন পর খুলল বাংলা সিকিমের ‘লাইফলাইন’। তবে নিরাপত্তার জন্য আট টনের উপর ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম টি।

জেলাশাসক আরও জানান, আগে সেলফিদাড়া, বড়ঝোরা, বিড়িকদাড়া-সহ দু’ থেকে তিনটি স্পর্শকাতর জায়গা ছিল। কিন্তু সম্প্রতি ধস ও তিস্তা নদীর জলস্রোতের কার‍ণে নতুন করে ৩০ থেকে ৩৫টি জায়গা স্পর্শকাতর বলে চিহ্নিত হয়্যেছ। ইতিমধ্যেই সেগুলোর মেরামতির কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ধস এবং তিস্তার জলোচ্ছ্বাসের কারণে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ন’বার জাতীয় সড়ক বন্ধ হয়েছে। পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে আবারও যান চলাচল শুরু হল। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরের মধ্যে সমন্বয়ের যাতে কোনও সমস্যা তৈরি না-হয় সে জন্য পূর্ত দফতর জাতীয় সড়ক সংক্রান্ত যে কোনও নির্দেশিকা জারি করবে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *