Rafael Nadal : টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রাফায়েল নাদাল

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : টেনিস থেকে অবসর নিচ্ছেন ক্লে কোর্টের সম্রাট। বৃহস্পতিবার দুপুরে স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল জানান, পেশাদার টেনিসে তাঁর যাত্রা শেষ। জানা গিয়েছে, ভেম্বরে ডেভিস কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন ক্লে কোর্টের সম্রাট। উল্লেখ্য, শেষ মরশুমেও ১৯টি ম্যাচ খেলে ১২টিতে জিতেছেন তিনি।

বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন নাদাল। সেই ভিডিওতে তিনি তাঁর কেরিয়ারের নানা মুহূর্ত তুলে ধরে তিনি বলেন, “এবার টেনিস থেকে অবসর নিচ্ছি। গত দুবছর সত্যিই খুব কঠিন সময় গিয়েছে আমার পক্ষে। অবসরের সিদ্ধান্ত নেওয়াও খুব কঠিন ছিল। তবে অনেকটা সময় ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনে সব কিছুরই একটা শুরু থাকে। সবকিছুই শেষ হয়।”

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে নাদালের কথায় তাঁর অবসরের জল্পনা তৈরি হয়েছিল। প্যারিস অলিম্পিকে সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে নাদালের ছিটকে যাওয়ার পরে সেই জল্পনা আরও বাড়ে। অবশেষে তিনি নিজেই তাঁর অবসরের কথা জানালেন।  ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে শেষবার খেলবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *