Manipur : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে দিল্লিতে হতে চলেছে মনিপুরের বিধায়কদের বৈঠক

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মঙ্গলবার দিল্লিতে প্রথমবার মনিপুরের বিধায়করা বৈঠকে বসতে চলেছেন। সেখানে উপস্থিত থাকবেন মেইতি, কুকি ও নাগা সম্প্রদায়ের বিধায়করা। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ দাবি করেছেন, এর আগেও মেইতি ও কুকি সম্প্রদায়ের নেতাদের মধ্যে একাধিক বার শান্তি আলোচনা হয়েছে। তবে কোনও পক্ষই তা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রক এই বৈঠকের আয়োজন করেছে। মেইতদের তরফে এই বৈঠকে মন্ত্রী-বিধায়ক টি বিশ্বজিৎ, টি বসন্তকুমার, ডি সাপাম রঞ্জন, কে ইবোমচা, টি রবীন্দ্র, টি রাধেশ্যাম ও টি সত্যব্রত উপস্থিত থাকবেন। নাগাদের তরফে থাকবেন এল ডিখো, রাম মুইভা ও আওয়াংবাও নেওমাই। এবং কুকিদের তরফে উপস্থিত থাকবেন লেটপাও হাওকিপ, পাওলিয়েনলাল হাওকিপ ও এইচ কিপজেন। ইতিমধ্যেই অনেকে দিল্লি পৌঁছে গিয়েছেন। এদিন দিল্লি যাওয়ার আগে বিধায়কেরা মুখ্যমন্ত্রীর বাড়িতে বিশেষ বৈঠক করেন।

কুকি বিধায়ক লেটপাও হাওকিপ জানান, “দিল্লির তরফে প্রস্তাব এলেও আমরা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছি। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাত বিজেপি বিধায়ক-সহ ১০ কুকি বিধায়ক মণিপুরে পৃথক প্রশাসনের দাবিতে অনড়। কুকিরা যেহেতু মণিপুরে বিজেপি শাসিত ও মেইতেই অধ্যুষিত সরকারের অধীনে থাকতে নারাজ, তাই বৈঠকে কুকি বিধায়করা কোনও আপসেও যেতে পারবেন না। তাই আলোচনার ফলাফল নিয়ে আশাবাদী নন কুকিরা।”

অন্যদিকে,  মণিপুরে বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুরে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী ৯ মিলিমিটার পিস্তল, একনলা রাইফেল, কার্বাইন, একে-৪৭, , আড়াই কেজি আইইডি, মর্টার, গ্রেনেড ইত্যাদি-সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *