New Delhi : এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! দিল্লি বিমানবন্দরে জরুরী অবতরণ

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রবিবার গভীর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্য মুম্বই থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমান। মাঝ আকাশে বোমাতঙ্ক ছড়াতেই বিমানের যাত্রাপথ পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। যাত্রীদের নিরাপদে বেড় করে আনা হয় বিমান থেকে। বিমানের ভিতর সন্দেহজনক কিছু রাখা আছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, আনুমানিক রাত ২টো নাগাদ এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। উড়ানের কিছু ক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। পরিস্থিতির কথা জানিয়ে জরুরি ভিত্তিতে দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি।

ওই বিমান সংস্থার এক মুখপাত্র জানান, মুম্বই থেকে রওনা দেওয়া এআই ১১৯ উড়ানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেই কারণে বিমানটিকে দিল্লিতে অবতরণ করানো হয়েছে। এর পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে।

প্রসঙ্গত, এক মাস আগেও মুম্বই থেকে রওনা দেওয়া অপর একটি এয়ার ইন্ডিয়ার বিমানেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিমানের শৌচালয় থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছিল। সেখানে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’। তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয়েছিল বিমানটিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *