দক্ষিণবঙ্গে বৃষ্টির তারিখ জানালো আলিপুর, স্বস্তি শীঘ্রই

24HRSTV DESK: বৈশাখের পেরিয়ে চলেছে তবুও কালবৈশাখীর দেখা নেই,  বৃষ্টির অভাবে রৌদ্র তাপে দহন জ্বালায় ভুগছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে বৃষ্টির দেখা মিললেও একেবারেই তার লক্ষণই দেখা যায়নি পশ্চিমবঙ্গের একটিও জেলায়। গত দুইদিন অবশ্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া দেখা যায় কয়েকটি জেলায় কিন্তু তাতেও স্বস্তি মেলেনি।

কবে বৃষ্টি মিলবে এই আশায় হাওয়া অফিসের বার্তার দিকে প্রতিদিন চোখ রাখছেন সকলেই, আর এবার সেখানেই সুখবর। শুধু বৃষ্টির পূর্বাভাস নয় এমনকি তারিখও জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। যদিওবা তীব্র তাপপ্রবাহের সতর্কতা সমানে থাকছে চারটি জেলায়। তাপ প্রবাহের সর্তকতা থাকছে উত্তরবঙ্গের তিন জেলাতেও।


এখন প্রশ্নও জাগতেই পারে, তবে কি বৃষ্টি হচ্ছে না? পূর্বাভাস রয়েছে এ বিষয়েও। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকবেনা, তেমন কোনও পূর্বাভাস নেই, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তবে আগের তুলনায় তাপপ্রবাহের তীব্রতা কম থাকবে। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

 শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায়। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এমনটাই মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অবশেষে তীব্র তাপপ্রবাহের থেকে মুক্তি পেয়ে বঙ্গে মিলবে বৃষ্টির স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *