Jalpaiguri : চাষের জমি থেকে উদ্ধার হাতির দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন তিস্তার গজলডোবা দুধিয়ার চর এলাকায় উদ্ধার হল এক হাতির দেহ। সোমবার সকালে  চাষের জমির পাশে মাঝবয়সি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে কীভাবে হাতিটির মৃত্যু হল, তা এখনও অজানা। বনদপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই চাষের জমিতে হাতির দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। হাতির দেহে তেমন কোনও ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়নি। হাতিটির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ, তিস্তায় হাতির আক্রমণে ফসল নষ্ট হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। ফলে হাতির হাত থেকে ফসল রক্ষা করতে বহু কৃষকই অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে চাষের জমি ঘিরে রাখেন। তার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে কিনা তা কার্যত অস্পষ্টই।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর দুধিয়ার চর সংলগ্ন টাকিমারি এলাকায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়। চাষের খেতে হাতির হানা আটকাতে দেওয়া বিদ্যুতের তার জড়িয়েই মৃত্যু হয় তাঁদের। সে কারণে হাতিটিরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *