৩০ সেকেন্ডে পুড়ে খাক রাজকোটের গেমিং জ়োন!

24hrstv desk: ৩৫০০ লিটার দাহ্য পদার্থ ঠাসা ছিল রাজকোটের জনপ্রিয় গেমিং জ়োন। জোনে নতুন নতুন ‘অফার’ থাকায় ভিড় হয়। এ সপ্তাহে ৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল ৯৯ টাকায়। ফলে শনিবার ভিড় ছিল যথেষ্ট। ১মিনিট পুড়ে খাক রাজকোটের গেমিং জ়োন,ফলে অনেকেই বেরোনোর সুযোগ পায়নি আবার দোতলা থেকে ঝাপ দিয়ে প্রাণ বাঁচিয়েছে বহু মানুষ। পুলিশ মারফত খবর জোনের ভেতরে থাকা যে বহু তলে আগুন লেগেছিল সেই বহুতলটি পুরোটাই দাহ্য পদার্থের ঠাসা ছিল। বহুতলের সৌন্দর্য বাড়াতে বহুতল টির মধ্যে থার্মোকল রেকসিন এবং ফোমের মতো জিনিস দিয়ে সৌন্দর্য বাড়ানো হয়েছিল। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল বলেই জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে বহুতলটিতে মেরামতির কাজ চলছিল এবং তার জন্য যত্রতত্র টিনের সেড ও কাঠ পড়েছিল, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখান থেকেই আগুন লেগেছিল গেমিং জোনে।

তদন্তকারীরা আরও জানাচ্ছেন, গেমিং জ়োনের ওই বহুতলে ২০০০ লিটার ডিজ়েল এবং ১৫০০ লিটার পেট্রল মজুত করা ছিল। তিন তলা ওই ভবনের নীচের তলাতে মজুত ছিল ওই জ্বালানি। আর আগুন প্রথম লেগেছিল নীচের তলাতেই। বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকায় সেই আগুন কয়েক সেকেন্ডে গ্রাস করে নেয় বহুতলটিকে। এই বহুতলে ওঠানামার জন্য একটি মাত্রই সিঁড়ি ছিল। ফলে নীচ থেকে আগুন উপরের তলের দিকে যেতে থাকায় উপর থেকে নামার উপায় ছিল না। ফলে দ্বিতল এবং তৃতীয় তলে অনেকেই আটকে পড়েছিলেন। ফলে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *