পুরোহিতের সার্টিফিকেট থাকলেই নাগরিকত্ব পেয়ে যাবেন: শুভেন্দু

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করতে নেমে শুভেন্দু সভামঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দিলেন, “পুরোহিতের সার্টিফিকেট পেলেই নাগরিকত্ব পেয়ে যাবেন শরণার্থীরা।”

শুক্রবার বলাগড়ে্র সভায় নাগরিকত্বের একটি ফর্ম দেখিয়ে বিরোধী দলনেতা জানান, তা ফিল-আপ করলেই হবে ৷ আর কিছু লাগবে না। তৃণমূল ভুল বোঝাচ্ছে মানুষকে। শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখাচ্ছেন। এই ফর্ম ফিলাপ করে একজনেরও যদি নাগরিকত্ব যায়, তাহলে আমি পদত্যাগ করব৷” এরপর মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্নে ছুঁড়ে বলেন, “নাগরিকত্ব না গেলে আপনি পদত্যাগ করবেন তো?”

লোকসভা প্রচারে এসে শুভেন্দু জানান, কোন কাগজ লাগবে না। ফর্মের একটি কলামে রয়েছে সামাজিক সংস্থা৷ অর্থাৎ উদাহরণ দিয়ে বলেন মন্দিরের পুরোহিতের কাছ থেকে একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না। তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। আমরা সব করে দেব। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশী। চাকরির ক্ষেত্রে বা বিদেশে যাওয়ার সময় ভিসা লাগার জন্য নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় সেটা সমাধানের জন্যই প্রধানমন্ত্রীর এই নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *