স্নাতকে ভর্তিতে আসবে স্বচ্ছতা, বিভিন্ন পোর্টাল চালু করা হয়েছে বলে ঘোষণা ব্রাত্যর

24hrstv desk: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পোর্টাল এবার চালু করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালটির মাধ্যমে 28 জুন থেকে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ইচ্ছে মতো বিষয় নিয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এর আওতার বাইরে রাখা হয়েছে।প্রতীক্ষার অবসান। অবশেষে স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল চালু করল রাজ্য সরকার। বুধবার, 19 জুন সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর মাধ্যমে কলেজে ভর্তিতে স্বচ্ছতা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিন ব্রাত্য বসু বলেন, ‘সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে 16টি বিশ্ববিদ্যালয়, 461টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।’ 28 জুন থেকে এর মাধ্যমে করা যাবে আবেদন।

শিক্ষা দফতর জানিয়েছে, অভিন্ন পোর্টালটির মাধ্যমে সর্বোচ্চ 25টি বিষয়ের জন্য একজন পড়ুয়া দরখাস্ত পাঠাতে পারবেন। মোট 7,217টি কোর্সে এর মাধ্য়মে ভর্তি নেওয়া হবে।উল্লেখ্য, পোর্টালটির মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে পড়ুয়ারা পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড। যা দিয়ে লগ ইন করে পছন্দের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইচ্ছেমতো বিষয় নিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন তাঁরা। এই সেন্ট্রালাইড পোর্টালে আবেদনের শেষ তারিখ হল 7 জুলাই। এর মধ্যে পছন্দের কলেজ-বিশ্ববিদ্যালয় ও বিষয়ের তালিকায় পরিবর্তন করা যাবে। 12 জুলাই প্রকাশিত হবে প্রথম দফার মেরিট লিস্ট। এর মাধ্যমে 18 জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করা যাবে বলে জানিয়েছে বিকাশ ভবন। তবে এই পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংখ্যালঘু কলেজ ও বি.এড কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে না। প্রেসিডেন্সি, যাদবপুর ও স্বশাসিত কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আলাদা করে পরীক্ষা নেওয়া হয়। এগুলিতে ভর্তির পৃথক নিয়ম রয়েছে। যে কারণে এগুলিকে পোর্টালের বাইরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *