Cyclone Dana : শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে চলেছে ‘ডানা’

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে ঘূর্ণিঝড় ‘ডানা’র আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দফতর। ল‌্যান্ডফলের সময় ঘণ্টায় এর গতিবেগ থাকবে ১‌০০ থেকে ১১০ কিলোমিটার।

আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে বুধবার প্রবল ঘূ্র্ণিঝড়ের রূপ নেবে। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড় পৌঁছতে পারে বাংলা ও ওড়িশার উপকূলে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এটি ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে।

বুধ থেকে উত্তাল হবে সমুদ্র। তাই সতর্ক করা হয়েছে মৎস‌্যজীবীদের। ঝড়ের সময় জলোচ্ছ্বাস হতে পারে। তার জেরে সমুদ্র সৈকতের পর্যটক ও হোটেলগুলিকে সচেতন করা হচ্ছে। ওড়িশা সরকারের তরফে পুরীর হোটেল মালিকদের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হোটেলগুলি ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ইতিমধ্যেই  দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য। এবিষয়ে সোমবার মুখ‌্যসচিব মনোজ পন্থ জাতীয় বিপর্যয় ম‌্যানেজমেন্ট কমিটির ক‌্যাবিনেট সেক্রেটারির সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন। এছাড়াও এই বৈঠকে ছিলেন অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মুখ‌্যসচিবও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *