ছয় জেলায় তাপপ্রবাহ! উত্তরবঙ্গ ভিজলেও পুড়ছে দক্ষিনবঙ্গ। কবে হবে সস্থির বৃষ্টি, কি জানালো হাওয়া অফিস?

24hrstv desk: মঙ্গলবারও দক্ষিনে কয়েকটি জেলায় থাকছে তাপপ্রবাহ,কিছু কিছু জেলায় আবার তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেলেও দক্ষিণবঙ্গের মানুষ এখনও চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি। সেই সঙ্গে কোথাও কোথাও আবার রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এমন অবস্থায় বৃষ্টি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কোনও কোনও জেলায় আবার তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও করা হচ্ছে। তবে সব জেলাতেই গুমোট গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।বৃষ্টি কবে? হাওয়া অফিস সূত্রে খবর, বৃস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ।

মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। কোনও কোনও জেলায় আবার তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও করা হচ্ছে। তবে সব জেলাতেই গুমোট গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয় জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে এই ছয় জেলার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *