Hockey India League : দীর্ঘ সাত বছর পর ফিরছে হকি ইন্ডিয়া লিগ

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে হকি ইন্ডিয়া লিগ। শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল হকি লিগ। তার পর দীর্ঘদিন বন্ধ ছিল। অবশেষে শুক্রবার দিল্লি থেকে হকি ইন্ডিয়া লিগের প্রত্যাবর্তনের খবর জানানো হয়। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে আটটি পুরুষ দল, ছটি মেয়েদের দল এবং ফ্রাঞ্চাইজিদের নাম জানিয়ে দেন।

জানা গিয়েছে, রাঁচি ও রাউরকেল্লাকে বেছে নেওয়া হয়েছে ২০২৪-র হকি ইন্ডিয়া লিগের ভেন্যু হিসেবে। পুরুষদের দল থাকছে আটটি। কলকাতা থেকে এই প্রথমবার অংশগ্রহণ করছে কোনও দল। মহিলাদের ক্ষেত্রে যদিও এখনও চারটি দলের ঘোষণা করা হয়েছে। বাকি দুটি দলের বিষয়েও দ্রুত জানিয়ে দেওয়া হবে। নিলামও এই মাসেই হবে। নয়া দিল্লিতে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর নিলাম হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে এই লিগের জন্য ধরে রাখা হয়েছে। ১৫টি দেশের হকি খেলোয়াড়রা অংশগ্রহণ করবে এবারের হকি ইন্ডিয়া লিগে।

২০১৩ সালে হকি ইন্ডিয়া লিগ শুরু হয়। সে বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাঁচি রাইনোস। কিন্তু ২০১৭ সালের পর বন্ধ হয়ে যায় এই লিগ। শেষবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলিঙ্গ ল্যান্সারস। এবার ফের সমারোহে ফিরছে হকি ইন্ডিয়া লিগ। তবে প্রথম থেকেই এই লিগ ছিল পুরুষদের। তবে এবার মহিলাদের জন্যও লিগ থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *