পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের১৫টি ইঞ্জিন

24hrstv desk: পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে রয়েছে পার্ক সেন্টার। আর সেই পার্ক সেন্টারের উপরেই লেগেছে ভয়াবহ আগুন। সুত্রে খবর সেখানে একটি নাইট ক্লাবও আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন।পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেনপার্কের উল্টো দিকে পার্ক সেন্টার নামে একটি বহুতলে ওই আগুন লেগেছে। পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের ঠিক সংযোগস্থলেই ওই বহুতল। ঠিকানা— ১/১ ক্যামাকস্ট্রিট। আগুন লাগে সেই বহুতলেরই উপরের তলে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোঁয়ায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫ ইঞ্জিন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লাগে।

সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে। রয়েছে আরও কিছু দোকানপাট। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুন লাগে ওই রেস্তরাঁ থেকেই।রেস্তরাঁর ভিতরে নানা দাহ্য পদার্থ ছিল। ছিল গ্যাস সিলিন্ডারও। পাশাপাশি ওই রেস্তরাঁর ছাদের আবরণও ছিল অ্যাসবেস্টসের। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাই তা দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাসবেসটসের ছাদে। আগুনে সিলিন্ডার ফাটার আগেই দমকলবাহিনী তৎপড়তার সঙ্গে ওই সিলিন্ডার সরানোর ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তা না হলে আরও ভয়াবহ আকার নিতে পারত এই আগুন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাতে রেস্তরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নীচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ।অন্য দিকে, রেস্তরাঁর ভিতরে আটকে ছিলেন যাঁরা তাঁদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রের খবর, ভিতরে তিন-চার জন আটকে ছিলেন। তাঁদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তার পর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।পার্ক সেন্টারের গায়েগায়েই রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনওমতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *