মোদির পেপটক বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির ঘটনা নাড়িয়ে দিয়েছিল প্রধানমন্ত্রীকে। বারাসতে সভায় এসে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথা বলেছিলেন মোদি। পরবর্তীতে বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রের নামে নিজেই সিলমোহর দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এমনটাই শোনা যায়। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করলেন খোদ নরেন্দ্র মোদি। কথা বললেন বাংলায়। সন্দেশখালির এই প্রতিবাদী মহিলাকে ‘শক্তিস্বরূপা’ বলে পেপটক দিলেন তিনি। কীভাবে প্রচার করবেন রূপরেখা বাতলে দিলেন মোদি, এমনটাই খবর।

সন্দেশখালি থেকে রেখা পাত্র প্রার্থী হতেই বিতর্ক দেখা দেয়। আড়াআড়ি ভাগ হতে দেখা গিয়েছে সন্দেশখালির মানুষদের। রেখার বিরুদ্ধে পোস্টার পড়ে এলাকায়। ক্ষোভ প্রকাশ করেন একাংশ। যদিও রাত পেরতেই ছবিটা বদলায়। বিক্ষুব্ধরা দাবি করেন, তাঁদের গোটা বিষয়টা নিয়ে ভুল বোঝানো হয়েছিল। যার জেরেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন।

জানা যাচ্ছে, বিতর্কের মাঝেই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে প্রায় ১৫ মিনিট কথা হল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার। বাংলায় সন্দেশখালির প্রতিবাদী এই মহিলার সঙ্গে কথা বলেন মোদি। শুভেচ্ছা জানানোর পরই সন্দেশখালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।

এদিন মোদির সঙ্গে কথোপকথনে ওঠে সন্দেশখালির বিক্ষোভ প্রসঙ্গ। জানা গিয়েছে সেখানেই রেখা জানান, প্রথম দিকে বিক্ষোভ হয়েছে। তবে এখন সবাই তাঁকে চাইছেন। এদিন মোদিকে রেখা জানান, গত ২০১১ সালের পর তাঁরা আর ভোট দিতে পারেননি। সেই সঙ্গে ওঠে নারী নির্যাতনের কথাও। এদিন প্রচার নিয়েও কথা হয় দুজনের। সমস্ত বিষয় জানার পর মোদি রেখাকে পরামর্শ দেন সকলের পাশে থাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *