মোদীর শপথে দেখা মিল্ল ‘রহস্যময় জন্তু’, এই নিয়ে কি ব্যাখ্যা দিল দিল্লি পুলিশ?

24hrstv desk: গত ৯ জুন ছিল মোদীর শপথ গ্রহন। আর সেই শপথ গ্রহন অনুষ্ঠানের একাধিক ভিডিও ভাইরাল হয়। আর সেই সকল ভিডিওর মধ্যে থেকে ভাইরাল হয়েছে সেই ‘রহস্যময়’ জন্তু! রহস্যময় জন্তুটি আশলে চিতাবাঘ নাকি বিড়াল তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয় নেটপাড়ায়। মোদীর শপথে সত্যি কি ছিল চিতাবাঘ এই নিয়ে নেটিজেনদের মধ্যে যখন জল্পনাকল্পনা যখন তুঙ্গে, তখন আসরে নামলো দিল্লি পুলিশ। সোমবার রাতেই নিজেদের টুইটার হ্যান্ডলে দিল্লি পুলিশ জানিয়েছে, ‘রহস্যময় জন্তু’টি আর কিছু নয়, বাড়ির আশপাশে দেখতে পাওয়া সাধারণ বিড়াল। দিল্লি পুলিশ তাদের এক্স-বার্তায় লেখে, “কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে একটি পশুর ছবি দিয়ে বলা হচ্ছে, রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সময় হিংস্র জন্তুকে দেখা গিয়েছে। কিন্তু এই তথ্য ঠিক নয়। যে ছবিটি উঠেছে, সেটি একটি বিড়ালের।” এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ।

রবিবার রাত থেকেই সমাজমাধ্যমে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োগুলির মধ্যে সকলের নজর কাড়ে সেই ‘রহস্যময়’ জন্তু! মোদীর শপথে হানা দিল কে? চিতাবাঘ না বিড়াল, তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয় নেটপাড়ায়। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। সেই ভিডিয়োতেই ধরা দেয় ‘নাম না জানা’ অতিথিভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করছেন। তার পর প্রয়োজনীয় নথিতে সইসাবুদ সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যান দুর্গাদাস। সে সময় মঞ্চের পিছনে রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে হেঁটে চলে যায় একটি জন্তু! ওই জন্তুকে নিয়েই শুরু হয় চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *