‘এবার ফিরে যাবো ছবির জগতে’,ভোট কেন্দ্র থেকে বেরিয়ে জানালেন মিঠুন

24hrstv: আজ লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ। এদিন পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট, জয়নগর ও যাদবপুরে চলছে ভোট। শনিবার সকালে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে বিজেপি নেতা স্পষ্টই জানালেন, দলের নির্দেশ মেনে ৩০ মে পর্যন্ত কাজ করেছেন। এ বার তিনি ফিরে যাবেন ছবির জগতে। রাজনীতি নিয়ে আর কথা বলবেন না এখন বলে জানালেন তিনি।

এদিন কেন্দ্রে ভোট থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। এ বার তিনি কী করবেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, ‘‘নির্বাচনের ডিউটি ছিল ৩০ তারিখ (মে) পর্যন্ত। দলের নির্দেশ ছিল। আমি পূরণ করেছি। এ বার আমার কাজ হল পেশাগত জীবনে চলে যাওয়া। শনিবার থেকে আমি আমার পেশাগত জীবনে ঢুকছি। শনিবার থেকে আমি ছবির কাজ করব।’’ তিনি এ-ও জানিয়ে দিয়েছেন, এ বার থেকে ছবির কথাই বলবেন তিনি। তাঁর কথায়, ‘‘ছবির কথা বলব। রাজনীতির কথা বলব না।’’ কেন এই সিদ্ধান্ত? জবাবে মিঠুন জানিয়েছেন, ‘‘আমি কোনও সময় দুটো কাজ একসঙ্গে করি না।’’

প্রসঙ্গত, ২০২১ সালে বিজেপি-তে যোগ দেন মিঠুন। বিজেপি-তে যাওয়ার আগে যদিও তৃণমূলে ছিলেন তিনি। তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। এর পর, বিধানসভা নির্বাচনের ঠিক আগে, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। সেই থেকে বিজেপি-র হয়ে বারং বার তৃণমূলকে আক্রমণ করেছেন মিঠুন। তৃণমূলের তরফেও তাঁকে তীব্র কটাক্ষ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে ‘গদ্দার’ বলে উল্লেখ করেছেন। যদিও তৃণমূলের তারকা সাংসদ দেবের সায় ছিল না এতে। মিঠুনকে কটাক্ষ করায় তাঁর সমর্থন নেই বলে জানান। মিঠুন তাঁর কাছে অভিভাবক বলে মন্তব্য করেন দেব, যার জন্য দলের অন্দরে রোষে পড়তে হয়েছিল তাঁকেও। তবে দেবই নন শুধু, তৃণমূলের বিরোধী শিবিরে থাকলেও, দেবকে নিয়ে যাবৎ ভাল কথাই বলে এসেছেন মিঠুন চক্রবর্তীও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *