সন্দেশখালিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালি কাণ্ডের সময় শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ যাঁরা করেছিলেন তাঁদেরই মধ্যে একজন মহিলাকে এবার বিজেপি প্রার্থী করেছে বসিরহাটে। তবে এই প্রার্থী ঘোষণার সঙ্গেই বিতর্ক তৈরি হয়েছে। সন্দেশখালির বেশ কয়েক জায়গায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চোখে পড়েছে পোস্টার।

বিজেপি প্রার্থীর বিরোধীতা করে লেখা ওই পোস্টারে বলা হয়েছে, ‘বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না। সন্দেশখালির আন্দোলনকারী মানুষরা রেখা পাত্রকে চায় না।’ কিন্তু কেন এই বিতর্ক? বসিরহাট কেন্দ্রে যে মহিলাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন রেখা পাত্র। যিনি সন্দেশখালির কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। থানায় গিয়ে FIR দায়ের পর্যন্ত করেন। লিখিত অভিযোগে নির্যাতিতার নাম লেখা থাকলেও সেটা প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে বিজেপি প্রার্থী তালিকায় রেখার নাম উল্লেখ করা হয়েছে। সোমবার, দোলের দিন থেকেই রেখার নামে পোস্টার পড়তে দেখা গিয়েছে সন্দেশখালির পাত্রপাড়া এবং ত্রিমোহিনী এলাকায়।

প্রসঙ্গত, কোনও নির্যাতিতার নাম কোনওভাবেই প্রকাশ্যে আনা যাবে না বলে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে। সেখানে রবিবার রাতে বিজেপি যে প্রার্থীর নাম ঘোষণা করেছে বসিরহাট কেন্দ্রে তার কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নানা জায়গায়। সেখানে দেখা যাচ্ছে, মহিলা সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে সরাসরি নিজের নাম বলছেন এবং অত্যাচারের কথা বলছেন। বিতর্কের মধ্যে যে পোস্টার পড়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘এই পোস্টার আমাদের দলের থেকে কেউ দেয়নি। রাজনীতি করার জন্য তৃণমূল এসব করছে।’‌ বিজেপির ব্যাখ্যা, বসিরহাটের প্রার্থী নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সন্দেশখালির ঘটনার প্রতিবাদী মুখ হয়ে উঠেছেন। তাই প্রার্থী হলে নাম–ছবি প্রকাশ্যে তো আসবেই। কিন্তু এই বিতর্ক বাড়বে আগামীদিনে বলে মনে করা হচ্ছে।

আর গোটা এই বিতর্ক নিয়ে সন্দেশখালির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘সন্দেশখালিতে যাঁরা এত দিন ধরে বিজেপি করলেন, তাঁরা জানেন, বিজেপি এই আন্দোলনটা কাদের দিয়ে করিয়েছিল। আর যাঁদের দিয়ে আন্দোলন করিয়েছিল, তাঁদের মধ্যে থেকেই প্রার্থী করেছে। সেই ক্ষোভের বহিপ্রকাশ এই পোস্টার।’‌

অন্যদিকে, যাকে ঘিরে এত বিতর্ক সেই বিজেপি প্রার্থী রেখা পাত্রের একটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও সামনে এসেছে তাঁরই ফেসবুক পেজে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে করজোড়ে নমস্কার জানিয়ে রেখা পাত্র বলেছেন,’নমস্কার আমি রেখা পাত্র।বসিরহাট জেলার সমস্ত মানুষকে এই দোল পূর্নিমার শুভেচ্ছা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *